Amar Ekta Nodi Chilo Lyrics – Pothik Nobi

Amar Ekta Nodi Chilo Lyrics (আমার একটা নদী ছিল) Pothik Nobi

Amar Ekta Nodi Chilo Song Is Sung by Pothik Nobi Bangla Song. Song Produced by Kaushik Hossain Taposh And Farzana Munny. Cover Version Song Is Sung by Imran Mahmudul.

Amar Ekta Nodi Chilo Lyrics (আমার একটা নদী ছিল) Pothik Nobi
Song “Amar Ekta Nodi Chilo Lyrics

Song : Amar Ekta Nodi Chilo
Lyrics & Tune : Pothik Nobi
Label : Gaan Bangla TV

Amar Ekta Nodi Chilo Song Lyrics In Bengali


নদীর জল ছিলনা ও.. হো নদী
নদীর জল ছিলনা, কূল ছিল না
ছিল শুধু ঢেউ,
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলো না তো কেউ।

আমার একটা নদী ছিলো
জানলোনা তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলো না তো কেউ।

নদীর জল ছিলনা, কূল ছিল না
ছিল শুধুই ঢেউ,
আমার একটা,
আমার একটা নদী ছিলো
জানলো না তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ।

সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে,
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে।
এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ,
আমার একটা,
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ,
এইখানে এক নদী ছিল
জানলোনা তো কেউ।

বাঁক ছিল তার শাখে শাখে হো, হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে,
বাঁক ছিলো তার শাখে শাখে হো, হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে,
বাঁকে বাঁকে জমলো মেলা
ও সে বাঁকে বাঁকে জমলো মেলা,
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ,
আমার একটা,
আমার একটা নদী ছিলো
জানলোনা তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ।

নদীর জল ছিলনা হো ও..
নদীর জল ছিলনা, কূল ছিল না
ছিল শুধু ঢেউ,
আমার একটা,
আমার একটা নদী ছিল
জানলো না তো কেউ,
এই খানে এক নদী ছিলো
জানলোনা তো কেউ।


Amar Ekta Nodi Chilo (আমার একটা নদী ছিল)  Song Video